আজ , রোববার, ২৮ মে ২০২৩

রাউজানে বিদ্যুৎ স্পর্শে নারী, পানিতে ডুবে শিশুর মৃত্যু

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৫-২৩ ০০:২২:২৬

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজানে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুব দিয়ে আম তুলতে গিয়ে জান্নাতুল নাঈম (৭) নামে এক শিশু মৃত্যু হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ স্পর্শে রিজিয়া বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়।

২২মে সোমবার সকালে ও দুপুরে রাউজান পৌরসভার ৫ ও ৬নম্বর ওয়ার্ডে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়।

জানা যায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হেদায়েত আলী মুন্সির বাড়িতে পানিতে ডুবে শিশু নাঈমের মৃত্যু হয়৷ শিশুটি ওই এলাকার দুবাই প্রবাসী আবদুল জব্বারের মেয়ে ও সালাম লায়লা এবতেদায়ী মাদরাসার ১ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় বাসিন্দা শিক্ষক রাশেদ বিল্লাহ জানান, মাদরাসা থেকে ঘরে ফিরে বোনকে নিয়ে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যান। গাছ থেকে পুকুরে পড়া আম তুলতে গিয়ে নিখোঁজ হয়। পানিতে ডুব দিয়ে বোন আর না উঠায় ঘরে খবর দেন ছোটবোন্। পরিবারের সদস্যসহ স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে বিদ্যুৎ স্পর্শে রিজিয়া (৬০) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মাঘন হাজীর বাড়ীর আবদুস সালামের স্ত্রী। নিহতের ছেলেরা বিদ্যুৎ স্পর্শে মৃত্যুর বিষয়টি অস্বীকার করলেও মুবিন নামে স্থানীয় এক তরুণ বলেন, সকালে বিদ্যুৎ স্পর্শে রিজিয়া বেগমের মৃত্যু হয়েছে। স্থানীয় কাউন্সিলর আজাদ হোসেন বলেন, বিদ্যুৎ স্পর্শে মারা যাওয়ার বিষয়টি আমাকে কেউ জানায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বিদ্যুৎ স্পর্শে নারী ও পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি কেউ আমাকে জানায়নি। বিদ্যুৎ স্পর্শে মারা যাওয়ার বিষয়ে খবর নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।