আজ , রোববার, ২৮ মে ২০২৩

রাউজানের মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন জনসেবার পাশপাশি একজন সফল কৃষক

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৩-২৬ ১৯:৩৮:৩৮

শফিউল আলম, রাউজানবার্তাঃ

সূর্যমুখী, ভুট্টা, সরিষা, ধান, বিভিন্ন ধরনের সবজি চাষ করে সফল হয়েছেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান। জনসেবার পাশপাশি কৃষি কাজ করে খাদ্য উৎপাদন করে চমক সৃষ্টি করেছেন তিনি। এই সফলতায় পূর্বগুজরা ইউনিয়নের কৃষকদের প্রেরণার উৎস হয়ে উঠেছেন ইউপি চেয়ারম্যান। আশপাশের অন্য কৃষকরাও এখন এসব মূল্যবান ও পুষ্টিকর ফসল চাষে আগ্রহ প্রকাশ করছেন।

জানা যায়, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ তার ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে মধুখালী বিলে প্রায় দুই কানি কৃষি জমিতে সূর্যমুখী ফুল, ১২ কানি জমিতে ভুট্টা, ২ কানি জমিতে সরিষা, ৪-৫ কানিতে মরিচ, আলু, টমেটো, ৪০ কানি জমিতে ধান রোপন, ভেন্ডিসহ বিভিন্ন ধরনের সবজির চাষাবাদ করেন। তার অধিনে মাসিক চুক্তিভিত্তিক ৩জন, দৈনিক চুক্তিভিত্তিক কাজ করেন ১৫জন লোক কাজ করেন।

ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, আমার দাদা হাজী আজগর আলী প্রচুর চাষাবাদ করতেন। ছোট বেলায় দাদার সাথে আমিও ক্ষেতে যেতাম। পরবর্তীতে আমার বাবা বকশু মিয়া মেম্বারের সাথে কৃষি কাজ করতাম। বাবার আমলে ৫০ কানি চাষাবাদ করা হতো। বংশপরম্পরায় বাপ-দাদার আমলের জমি আর কিছু বর্গা জমিতে তিনিও কৃষি কাজ করে আসছেন। পাশাপাশি মাছের চাষ করলেও ভবিষ্যতে গরুর খামার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার।

সংশ্লিষ্টরা জানান, ১৯৯৩ সালে প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি ৫ বারের ইউপি চেয়ারম্যান। ২০১৭ সালে ইউনিয়ন পরিষদে প্রথম ছাদ বাগান গড়ে তোলেন। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অনুপ্রেরণার তিনি প্রায় ৩০হাজার আম গাছসহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপন করেছিলেন। তৎমধ্যে ৫ কিলোমিটারের এবিএম ফজলে করিম চৌধুরী ও ফারাজ করিম চৌধুরী পার্কে ৯ হাজার গাছের চারা রোপন করেছিলেন।

রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘তিনি যখন কৃষি কাজ করেন তখন বুঝা যায়না আসলে তিনি একজন জনপ্রতিনিধি। জনসেবার পাশাপাশি তিনি নিয়মতি চাষাবাদ করে ফলন ফলাচ্ছেন। আমরা পরামর্শসহ সার-বীজ দিয়ে সহযোগিতা প্রদান করছি।’