রাউজানের ফকিরাবামে শাহ সুন্দর আউলিয়া, রইস উদ্দিন শাহ, আবদুর রহমান শাহার ওরশ উদযাপিত
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৩-২৩ ০০:৪৭:০২

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফকিরা বাম এলাকাায় হজরত শাহ সুন্দর আউলিয়া হজরত রইস উদ্দিন শাহা, আবদুর রহমান শাহার বাষিক ওরশ শরীফ অনুষ্টিত হয়।
গত ২১ মার্চ মঙ্গলবার ফকিরামাবি দরবার শরীফে অনুষ্টিত ওরশ মাহফিলে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ওরশ পরিচালনা কমিটির সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে সাধারন সম্পাদক জাফর আহম্মদের পরিচালনায় অনুষ্টিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, জালাল উদ্দিন চৌধুরী , মনির তারুকদার, গিয়াস উদ্দিন, সিরাজ কোম্পানী বদিউল আলম, মেম্বার, আবুল বশর তালুকদার, ফোরকান তালুকদার জসিম কোম্পানী, নাসির উদ্দিন প্রমুখ ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc