রাউজানে ফকির তকিয়ায় মাইজভান্ডারী মাহফিল অনুষ্টিত
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৩-২৩ ০০:৪৪:১৪

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফকির তকিয়ায় মাইজভান্ডারী মাহফিল অনুষ্টিত হয়। হজরত গোলামুর রহমান বাবা ভান্ডারীর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মনজুরুল ইসলাম চৌধুরী।
গত ২১ মার্চ মঙ্গলবার বাদে এশা রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফকির তকিয়া এলাকায় অনুষ্টিত মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক সাদিকজ্জমান সুফি।
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখার সদস্য আবু তৈয়বের বাসভবনে অনুষ্টিত মাইজভান্ডারী মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেনদ্রীয় পর্ষদ সদস্য রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম।
সংগঠনের সাধারন সম্পাদক আবদুল হাকিম সেলিমের সঞ্চালনায় অনুষ্টিত মাহফিলে প্রধান আলোচক হিসাবে তকরির করেন আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী। আরো উপস্থিত ছিলেন মরমী শিল্পি জয়নাল আবেদীন, নুরুল আলম সওদাগর, মফিজ, আবুল বশরম ফরিদ প্রমুখ । মাহফিল শেষে মরমী শিল্পি জয়নাল আবেদীনের পরিবেশনায় সেমা মাহফিল অনুষ্টিত হয় ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc