রাউজানে আরো ২শত ২৩ দরিদ্র পরিবার পেল আশ্রয়ন প্রকল্পের ঘর
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৩-২৩ ০০:৪১:০৭

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলার সরকারী খাসঁ জমিতে নির্মান করা আশ্রযন প্রকল্পের ৮শত ৩৯টি ঘরের মধ্যে ৬শত ১৬টি আশ্রযন প্রকল্পের নির্মান কার ঘর পুর্বেই ৬শত ১৬টি দরিদ্র ভুমিহীন পরিবারের সদস্যদের বুঝিয়ে দিয়ে তাদের পুনঃবাসন করা হয়।
২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে আশ্রয়ন প্রকল্পের নির্মান ভুমিহীন পরিবারকে প্রদানের কার্যক্রম ভ্যচুয়ালী উদ্বোধনের পর পর অবশিস্ট ২শত ২৩টি আশ্রয়ন প্রকল্পের নির্মান করা ঘরের চাবী ও দলিল ভুমিহীন দরিদ্র পরিবারের মধ্যে হস্তান্তর করেন।
এসময়ে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এতে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার,রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ সহ রাউজান উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কার্মকর্তারা ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc