আজ , রোববার, ২৮ মে ২০২৩

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন বন্ধ ভোগান্তি হাসপাতালে আসা রোগীদের

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৩-২৩ ০০:৩৬:২১

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এক্সরে মেশিন বন্দ্ব তাই রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ষ্টার ল্যব ডায়গনেষ্টিক সেন্টার এসে এক্সরে করছেন হাসপাতালে আসা রোগীরা এতে ভোগান্তির সিকার হচ্ছেন রোগীরা। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে থাকা বেসরকারী ডায়গনেষ্টিক সেন্টারে কোন এক্সরে টকনিয়াশিয়ন নেই। নেই কোন বৈধ কাগজপত্র। হাসপাতালে আসা রোগীরা আক্রান্ত রোগীরা চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকেরা আগত রোগীদের এক্সরে করতে বললে হাসপাতালের বাইরে থাকা ডায়গনেষ্টিক সেন্টারে গিয়ে এক্সরে করে। এক্সরে করার পর দরিদ্র রোগীদের কাছ থেকে ৫শত টাকা থেকে ৮শত টাকায় আদায় করে ডায়গনেষ্টিক সেন্টারের মালিকেরা।

২২ মার্চ বুধবার দুপুরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরজমিনে পরিদর্শন কালে দেখা যায় এক্সরে মেশিন থাকা কক্ষের দরজার বাইরে যান্ত্রিক ত্রুটির কারন এক্সরে মেশিন বন্দ্ব লেখা একটি কাগজ দেখা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে টেকনিয়াশন আজিম হোসেন বলেন, এক্সরে মেশিন নষ্ট হয়নি। প্রিন্টার মেশিন নষ্ট হয়ে গেছে এ কারনে এক্সরে করতে সম্ভব হচ্ছেনা। নতুন প্রিন্টার মেশিন পাওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জানানো হয়েছে।

হাসপাতাল পরিদর্শন কালে দেখা হয় হৃদরোগে আক্রান্ত রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আবদুল শুক্কুরের পুত্র মফিজ (৫৫) এর সাথে। হৃদরোগে আক্রান্ত মফিজ বলেন হাসপাতালে এক্সরে মেশিন সচল না থাকায় হাসপাতালের সামনে ষ্টার ল্যাব ডায়গনেষ্টিক সেন্টার থেকে ৫শত টাকা দিয়ে এক্সরে করেছি। হাসপাতালের বাইরে থাকা ষ্টার ল্যাব ডায়গনেষ্টিক সেন্টার গত ৬ মাস পুর্বে কোন কাগজ পত্র না থাকায় শীলগালা করে দেয় রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাম শিকদার।

শীলগালা করে দেওয়া ষ্টার ল্যাব ডায়গনেষ্টিক সেন্টার খুলে আবারো এক্সরে সহ বিভিন্ন পরিক্ষার নামে রোগীদের কাছ থেকে টাকা আদায় করছে। স্টার ল্যব ডায়গনেষ্টিক সেন্টারে গিয়ে এই প্রসঙ্গে জানতে চাইলে ডায়গনেষ্টিক সেন্টারের মালিক অরুন কুমার চৌধুরী বলেন আমার ডায়গনেষ্টিক সেন্টারের লাইসেন্স রয়েছে । এক্সরে টেকনিয়াশন আছে কিনা জানতে চাইলে, অরুন কুমার চৌধুরী বলেন, আমি নিজেই এক্সরে করি।

এ বিষয়ে ফোন করে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীনের কাছে জানতে চাইলে, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন বলেন, হাসপাতালের এক্সরে মেশিনের প্রিন্টার নষ্ট হয়ে গেঝে গত ২ সাপ্তাহ পুর্বে। হাসপাতালের গেইটে ষ্টার ল্যব ডায়গনেষ্টিক সেন্টারে রোগীদের এক্সরে করা নিষেধ রয়েছে। নিষেধ করা সত্বেও কি করে ষ্টার ল্যাব ডায়গনেষ্টিক সেন্টারে রোগীদের এক্সরে করেন তা খতিয়ে দেখা হবে।