আজ , রোববার, ২৮ মে ২০২৩

জম্ম বাষিকিতে রাউজানে মাস্ট্রার দা সুর্য সেনের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৩-২৩ ০০:২২:৫০

শফিউল আলম, রাউজানবার্তাঃ
বিট্রিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী মাস্ট্রার দা সেনের ১শত ২৯ তম জম্মবার্ষিকী ছিল ২২ মার্চ বুধবার। জম্ম বাষিকিতে রাউজানে সরকারী কলেজের পাশে মাস্ট্রার দা সুর্য সেন স্মৃতি পাঠাগার কমপ্লেক্স চত্বরে সুর্যসেনের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্বা নিবেদন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

২২ মার্চ বুধবার সকালে বিপ্লবী মাস্ট্রার দা সুর্য সেনের ভাস্কয্যে পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে আরো শ্রদ্বা নিবেদন করেন মাস্ট্রার দা সুর্যসেন স্মৃতি পরিষদ, রাউজান পৌরসভা, রাউজান সরকারী কলেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদ, রাউজান প্রেস ক্লাব, সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

মাস্টার দা সুর্য সেনের ভার্স্বয্যে শ্রদ্বা নিবেদন কালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শ্যমল পালিত, রাউজান সরকারী কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, যুবলীগ নেতা ইমরান হোসেন ইমু, তপন দে, ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তী, রাউজান প্রেস ক্লাব সভাপতি শফিউল আলম, সাধারন সম্পাদক হাবিবুর রহমান ,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ্ব।