আজ , বুধবার, ২৯ মার্চ ২০২৩

রাউজানের কলমপতিতে ও দক্ষিন রাউজানে গঙ্গা মন্দিরে বারুনী স্নান মেলায় হাজার হাজার নারী পুরুষের পদচারনা মুখরিত

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৩-১৯ ১৮:৩২:৩১

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কলমপতি মন্দাকিনী আশ্রমের পাশ দিয়ে প্রবাহিত খাসখালী খালের মধ্যে প্রতি বৎসরের মতো মাটির বাধ দিয়ে উজান থেকে আসা পানি আটক করে। খাসঁখালী খালে আটক করা পানিতে মন্দাকিনী আশ্রম পরিচালনা কমিটির পরিচালনায় বরুনী স্নান এর আয়োজন করেন।

১৯ মার্চ রবিবার ভোর থেকে সারাদিন রাউজানের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার নারী- পুরুষ, কিশোর কিশোরীরা খাসঁখালী খালের পানিতে নেমে স্নান করে তাদের মনোবাসনা পুর্ণ করে। কলমপতি মন্দাকিনী আশ্রম প্রাঙ্গনে বারুনী স্নান উপলক্ষে বিশাল মেলা বসে, মেলায় খাবারের দোকান, প্রসাধনী সামগ্রীর দোকান বসে। মেলায় খাবারের দোকান ও প্রসাধনী সামগ্রীর দোকান থেকে নারী পুরুষ কেনাকাটায় মেতে উঠে । বারুনী স্নান উপলক্ষে মন্দাকিনী আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ধর্মসভার আয়োজন করা হয় । মন্দাকিনি আশ্রম পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট দিলিপ কুমার চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক সুধীর দে”এর পরিচালনায় অনুষ্টিত ধর্মসভার উদ্বোধন করেন রাউজান উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । এতে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন,রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুমন দে, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মুহুরী, আশ্রম পুরিচালনা পরিষদের সভাপতি রুপন কান্তি দেবনাথ, মিলটন দে, মিটু চৌধুরী, রতন মহাজন, কাজল বোস প্রমুখ । অনুষ্টানে গীতযহ্ঝ পরিচোলনা করেন শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ ।


একইদিন ১৯ মার্চ রবিবার দক্ষিন রাউজান গঙ্গা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে গঙ্গা মন্দির পুকুরে বারুনী স্নান অনুষ্টানের আয়োজন করা হয়। গঙ্গা মন্দিরের বিশাল জলাশয়ে হাজার হাজার সনাতন ধর্মীয় অনুসারী নারী পুরুষ এসে স্নান করে তাদের মনোবাসনা পুর্ণ করেন । বারুনী স্ন্নান উপলক্ষে আয়োজিত ধর্মসভা ও আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় । অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।