আজ , বুধবার, ২৯ মার্চ ২০২৩

রাউজানে আজিজুর রহমান ফাউন্ডেশনের ইফতার সামগ্রী পেল ১হাজার ৫শত দরিদ্র পরিবার

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৩-১৯ ১৮:২৭:৫২

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজী পাড়ায় সামাজিক সংগঠন আজিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ১ হাজার ৫শত দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী প্রধান করা হয়।

১৮ মার্চ সকালে হাজীপাড়া মরহুম বদিউর রহমান সওদাগেরর বাড়ীর সামনে মাঠে ১ হাজার ৫শত জন নারী পুরুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় অনুষ্টানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাজাহান ইকবালের সভাপতিত্বে অনুষ্টিত ইফতার সামগ্রী বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ. রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, রাউজান পৌরসভার কাউন্সিলর বশির উদ্দিন খান, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, জসিম উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য সুমন দে প্রমুখ।