আজ , বুধবার, ২৯ মার্চ ২০২৩

চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৩-১৯ ১৪:১৯:১৩

রাউজানবার্তা প্রতিবেদকঃ

চিকদাইর শাহাদাত ফজল যুব  উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৮মার্চ বিকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও টি কে গ্রুপের পরিচালক আলহাজ্ব মো: মোফাচ্ছেল হক।

প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাহিদ আহম্মদ।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখা করে আর্দশ মানুষ হতে হবে। আর্দশ মানুষ গড়ে তুলে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভুমিকা রাখতে হবে।ছেলে- মেয়েদেরকে খেলাধুলার দিকেও মনযোগী করতে হবে।পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

শিক্ষক সুজন দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জাকের হোসেন। বিশেষ অথিতি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক এস এম আলতাফ হোসেন, অভিভাবক সদস্য শায়লা রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন শিক্ষক অমল কান্তি চৌধুরী, কাজল চৌধুরী, কামাল উদ্দিন, শাহনাজ বেগম, তানুপমা দাশ, যুঁই দে, তাপস কুমার সরকার, কে এম আকবর হোসেন প্রমুখ।অনুষ্টানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার তুলে দেন অতিথিরা।