আজ , বুধবার, ২৯ মার্চ ২০২৩

রাউজানের সদ্য বাচ্চা প্রসব কারী অসুস্থ প্রসুতি গাভী জবাই করে বাজারে মাংস বিক্রয়

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৩-১৮ ১৮:৫৯:২১

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানপুর আদালত ভবনের দক্ষিন পাশে আব্বাসের বাড়ীর নুরুল ইসলামের গাভী গরু গত ১৭ মার্চ শুক্রবার দুপুরে বাচ্ছা প্রসব করেন। গাভীটি বাচ্ছা প্রসব করার পর মারাতক ভাবে অসুস্থ হয়ে মৃত্যু যন্ত্রনায় ছটপট করতে থাকে। অসুস্থ হয়ে পাড়া প্রসুতি গাভীটিকে নুরুল ইসলাম ফকির হাট বাজার থেকে কসাই নিয়ে গিয়ে জবাই করে দেয়।

এ ঘটনা দেখে এলাকার লোকজন প্রতিবাদ করলে, নুরুল ইসলাম জবাই করা গাভীটি বাড়ীর সামনে উঠানে তেরপাল দিয়ে ডেকে রেখে কসাই সহ নুরুল ইসলাম পালিয়ে যায়। বিষয়টি গোপন সুত্রে সংবাদ পেয়ে সরেজিমনে পরির্দশন করে দেখা যায় নুরুল ইসলামের বাড়ীর সামনে জবাই করা গাভী গরু তেরপাল দিয়ে ডেকে রেখেছে। গরুর মালিক নুরুল ইসলামেকে খোজে ও পাওয়া যায়নি।

বিষয়টি রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারকে বিষয়টি ফোন করে জানানো হয় । এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, সংবাদ পেয়ে চিকিৎসক নিয়ে জবাই করা প্রসুতি গাভীকে চিকিৎসক দিয়ে পরিক্ষা করা হয়। চিকিৎসক পরিক্ষা করে গাভীটি অসুস্থ ছিল বলে জানাই। জবাই করা প্রসুতি গাভীর মাংস খেলে কোন সমস্যা হবেনা বলে জানানোর পর জাবাই করা প্রসুতি গাভীটি মালিককে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে রাউজান উপজেলা প্রাণী সম্পাদ কর্মূকর্তা ডাঃ মিজানুর রহমানকে ফোন বিষয়টি জানতে চাইলে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এধরনের কোন ঘটনা সর্ম্পকে কেউ অবগত করেনি । প্রসুতি গাভটি বাচ্ছা প্রসব করার পর পক্ষাঘাত (ধনুষ্টকার ) রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে জবাই করা ঐ গাভীর মাংস খেলে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হওয়ার ব্যাপক আশংকা রয়েছে।