হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করছেন এবি এম ফজলে করিম চৌধুরী
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৩-১৮ ১৮:৫৩:০৭

হালদা নদী দেশের জাতীয় সম্পদ হালদা নদীর মা মাছ রক্ষা করা সকলের দায়িত্ব
শফিউল আলম, রাউজানবার্তাঃ
দেশের জাতীয় সম্পদ হালদা নদী। হালদা নদীর মা মাছ সহ জীববৈচিত্র রক্ষা করা সকলের দায়িত্ব। হালদা নদীতে প্রতি বৎসর মা মাছ ডিম ছাড়ে। ঐ ডিম থেকে উৎপাদিত রেনু ও রেনু থেকে উৎপাদিত পোনা দেশে মৎস চাষ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রেখে আসছে। হালদা নদীকে দুষন রোধ, মাছ শিকার বন্দ্ব করতে হালদা পাড়ের স্থানীয় জনপ্রতিনিধি, হালদা পাড়ের বাসিন্দ্বাদের এগিয়ে আসতে হবে।
১৮ মার্চ শনিবার সকালে রাউজানের সর্তার ঘাট এলাকায় হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত কালে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন। দেশের একমাত্র মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প জাতীয় (রুই, কাতাল, কালিবাইশ ও মৃগেল) মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় হালদা নদীতে ৩শত কেজি মাছ অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যানের এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউন্সিল আলহাজ্ব বশির উদ্দিন খান,আলমগীর আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর,আব্দুল্লাহ্ আল্ মামুন,কৃষি অফিসার ইমরান হোসেন,কৃষক লীগ নেতা জিয়াউল হক চৌধুরী সুমন,তছলিম উদ্দিন প্রমুখ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc