আজ , বুধবার, ২৯ মার্চ ২০২৩

রাউজানে মাইজভাণ্ডারী তরিকত্ব শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০৩-১৭ ০০:৫৩:৩৭

 

রাউজানবার্তা প্রতিবেদক:

রাউজানের চিকদাইরে ঈদে মিলাদুন্নবী (স.), ফাতেহা ইয়াজদাহুম, খাজা গরীবে নেওয়াজ ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) এর চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে মাইজভাণ্ডারী তরিকত্ব শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদে এশা চিকদাইর উত্তর পাঠান পাড়া হযরত দলিল শাহ্ মাজার প্রাঙ্গনে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২-ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব সংগঠনের সভাপতি মোহাম্মদ রোকন উদ্দিন ফারুকী। উদ্বোধক ছিলেন কাজী মাওলানা কুতুব উদ্দীন রেজভী।প্রধান বক্তা আল্লামা হাসান রেজা আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন আল্লামা ফরমান আলী রেজভী, মাওলানা এস এম তৈয়বুর রহমান।

মোহাম্মদ কোরবান আলী মিনকু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরী, আবু মোহাম্মদ আক্কাস উদ্দিন মানিক, আনিস উল খান বাবর, আনোয়ার মেম্বার, নুরুন্নবী, মুহাম্মদ মুহাম্মদ ওয়াসিম, রিদুয়ান, মোহাম্মদ লিটন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ মোবারক, সোলাইমান, মোহাম্মদ নাজিম, আব্দুর রহমান, মোহাম্মদ আলম, আব্দুর রহিম প্রমুখ।

মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়।