রাউজানে সুইচ গেইট বন্ধ থাকায় সেচ সংকটে বোরো ধানের চাষাবাদ ব্যহত
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০২-০৬ ০০:৫১:৫১

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকায় মগদাই খালের সাথে হালদা নদীর সংযোগ। মগদাই খালের মুখে হালদা নদীর সাথে এরশাদ সরকারের শাসন আমলে সুইস গেইট নির্মান করা হয় । সুইস গেইট র্নিমান করার পর থেকে প্রতিনিয়ত সুইস গেইট দিয়ে বর্ষার মৌসুমে খোলা রাখা হলেও শুস্ক মৌসুমে সুইস গেইট বন্দ্ব রাখা হয় । বর্ষার মৌসুমে সুইস গেইট খোলা রাখায় জোয়ারের পানি সুইস গেইট দিয়ে প্রবেশ করে এলাকায় জলবদ্বতা ও বন্যার সৃষ্টি হয়। এছাড়া ফসলী জমি পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । শুস্ক মৌসুমে সুইস গেইট বন্দ্ব রাখায় সুইস গেইট দিয়ে হালদা নদী থেকে জোয়ারের পানি প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হওয়ায় এলাকার কৃষকরা ফসলী জমিতে বোরো ধানের চাষাবাদ সব্জি ক্ষেতের চাষাবাদ করতে সেচ সংকটে পড়তে হয় । সম্প্রতি মগাই সুইস গেইট মেরামত করায় সুইস গেইট বন্দ্ব করে দেওয়া হয়েছে । সুইস গেইট দিয়ে হালদা নদী থেকে জোয়ারের পানি প্রবেশ বন্দ্ব করে দেওয়ায় হালদা নদীর সাথে সংযুক্ত মগদাই খাল দিয়ে জোয়ারের পানি না আসায় রাউজানের আধার মানিক, পুর্ব আধার মানিক, উত্তর গুজরা, পশ্চিম কদলপুর এলাকার শত শত কৃষক বিপুর পরিমান জমিতে সেচ সংকটের কারনে বোরো ধানের চালা রোপন করতে পারছেনা।
পুর্ব আধার মানিক এলাকার কৃষক পিযুষ কান্তি চৌধুরী বিষু বলেন তার চারটি সেচ প্রকল্পের আওতায় ৫শত একর ফসলী জমিতে কৃষকেরা বোরো ধানের চারা রোপন করার শুরুতেই মগদাই খালের সুইস গেইট বন্দ্ব করে দেওয়ায় মগদাই খাল ও মগদাই খালের সাখে সংযুক্ত খাল গুলোতে পানি না থাকায় সেচ প্রকল্প থেকে ফসলী জমিতে সেচের পানি সরবরাহ করা সম্ভব হচ্ছেনা। এলাকার কৃষকেরা তাদের ফসলী জমিতে সেচের পানি সংকটে বোরো ধানের চালা রোপন করতে ব্যার্থ হয়ে হাহাকার করছেন। পুর্ব আধার মানিক এলাকার কৃষক শিবু দে বলেন, নিজের স্ত্রীর স্বর্নংলকার বিক্রয় করে বোরো ধানের চাষাবাদ করছি। সেচের সংকট হওয়ায় ফসলী জমিতে বোরো ধানের চারা রোপন করতে পারছিনা।
অপরদিকে রাউজানের বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট এলাকায় কর্ণফুলী নদীর সাথে হৃদ খালের মুখে সুইস গেইট বন্দ্ব থাকায় বাগোয়ান ইউনিয়নের পাচঁখাইন, পাহাড়তলী ইউনিয়নের দেওয়ান পুর, বদু পাড়া, উনসত্তর পাড়া, পশ্চিম কদলপুর এলাকায় ফসলী জমিতে বোরো ধানের চারা রোপন করতে পারছেনা এলাকার কৃষকেরা ফসলী জমিতে।
এলাকার কৃষকেরা অভিযোগ করে বলেন, সরকার ও রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী অনাবাদী জমিতে চাষাবাদ করার জন্য কৃষকদের বিভিন্ন প্রকার সহায়তা করে আসছে। রাউজানের লাম্বুর হাট এলাকায় খালের মুখে নির্মান করা সুইস গেইট বন্দ্ব থাকায় কর্ণফুলী নদী থেকে জোয়ারের পানি প্রবেশ করতে বাধা হওয়ায় সেচ সংকটে বোরো ধানের চাষাবাদ ব্যহত হচ্ছে। মগদাই সুইস গেইট বন্দ্ব থাকায় হালদা নদী থেকে জোয়ারের পানি মগদাই খাল দিয়ে প্রবেশ করছেনা। মগদাই সুইস গেইট ও লাম্বুর হাট সুইস গেইট বন্দ্ব করে দেওয়ায় রাউজানের পুর্ব আধার মানিক, পশ্চিম কদলপুর, উত্তর গুজরা, আধার মানিক, দেওয়ান পুর, বদু পাড়া, পশ্চিম কদলপুর, বড়ঠাকুর পাড়া এলাকায় ১ হাজার একরের বেশী ফসলী জমিতে বোরো ধানের চারা রোপন করার ভরা মৌসুম চললে ও কয়েক শত কৃষক বোরো ধানের চারারোপন করতে না ব্যর্থ হয়ে হাহাকার করছে।
এ ব্যাপারে রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, মগদাই সুইস গেইট ও লাম্বুর হাট সুইস গেইট বন্দ্ব করে দেওয়ায় সেচের পানি সংকট সৃষ্টি হওয়ায় বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে ফোন করে সুইস গেইট খুলে দেওয়ার জন্য বলেছি। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আমাকে বলেছেন মগদাই সুইস গেইটের মোরামত কাজ চলছে। দুদিনের মধ্যে সুইস গেইট মেরামত কাজ শেষ করে সুইস গেইট খুলে দেওয়া হবে। লাম্বুর হাট সুইস গেইট খুলে দেবে বলে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী অমিত মজুমদারকে ফোন করে জানতে চাইলে, উপ সহকারী প্রকৌশলী অমিত মজুমদার বলেন, মগদাই সুইস গেইটের মেরামত কাজ চলছে মোরামত কাজ শেষ হলে শীঘ্রই সুইস গেইট খুলে দেওয়া হবে ।লাম্বুর হাট সুইস গেইট এর পাশে একটি ব্রীজের নির্মান কাজের ফাইলিংয়ের কাজ ছরছে। ফাইলিংয়ের কাজ শেষ হলে শীঘ্রই লাম্বুর হাট সুইস গেইট খুলে দেওয়া হবে।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc