আজ , বুধবার, ২৯ মার্চ ২০২৩

রাউজানে প্রধানমন্ত্রীর আশ্রিত ভুমিহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরন

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০১-৩০ ২৩:০৪:০১

শফিউল আলম, রাউজানবার্তাঃ

রাউজানের আশ্রযন প্রকল্পের মধ্যে আশ্রিত ৭শত ভুমিহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।

জানা যায়, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের দইল্যাটিলা, হারিস্যা টিলা, ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া কোনার টিলা, বটতইল্যা টিলা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফকির তকিয়া, পুর্ব রাউজান, ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, কদলপুর ইউনিয়নের শমশের পাড়া, জয়নগর বড়ুয়া পাড়া চিকদাইর ইউনিয়নের নোয়াজিশপুর মৌজায় সরকারী খাস জমি থেকে অবৈধস্থাপনা উচ্ছেদ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প নির্মান করা হয়। আশ্রয়ন প্রকল্পের মধ্যে ৭শতের বেশী ঘর নির্মান করে ৭শত ভুমিহীন পরিবারকে পুনঃবাসন করা হয়। অবশিষ্ট ৩শত ৩৯ টি পরিবারের জন্য ঘর নির্মানের কাজ চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রিত ভুমিহীন পরিবারের সদস্যদের থাকার ঘরে, পরিবারের সদস্যরা বসব্সা করার জন্য আশ্রয়ন প্রকল্পে বিদ্যুৎ লাইন নির্মান করে বিদ্যুৎ’ সংযোগ দেওয়া হয়েছে। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দ্বাদের যাতায়াতের জন্য নির্মান করা হয়েছে সড়ক। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দ্বাদের ছেলে মেয়েদের লেখপড়া করার জন্য স্কুল নির্মান, কমিনিউটি সেন্টার, মসজিদ নির্মান করার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।

আশ্রয়ন প্রকল্পে পুনঃবাসন কারী ভুমিহীন পরিবারের সদস্যরা কেই দিনমজুর, কেউ সিএনজি অটোরিক্সা চালক, কেউ কৃষি কাজ, কেউ নির্মান শ্রমিক, মহিলাদের মধ্যে কেই গৃহপরিচারিকার কাজ করে জিবিকা নির্বাহ করে। আশ্রয়ন প্রকল্পে আশ্রিত ভুমিহীন পরিবারের সদস্যরা ঘরের আঙ্গিনায় ও ঘরের পাশে ফসলী জমিতে সব্জি ও ধান ক্ষেতের চাষাবাদ করে।

রাউজানের পুর্ব রাউজান আশ্রয়ন প্রকল্পের বাসিন্দ্বা নিলু আকতার বলেন, আমি তিন কন্যা সন্তান নিয়ে ভাড়া ঘরে বসবাস করতাম। আমাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ায় আমি আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করছি। এলাকার মানুষের ঘরে গিয়ে গৃহপরিচারিকার কাজ করে জিবিকা নির্বাহ করছি।

রাউজানের আশ্রযন প্রকল্পের মধ্যে আশ্রিত ৭শত ভুমিহীন পরিবারের মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। ৩০ জানুয়ারী সোমবার রাউজানে ৭শত আশ্রিত ভুমিহীন পরিবারের মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরন কালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ।