রাউজানে এমপি হজ্ব কাফেলার কার্যক্রম শুরু
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০১-২২ ০০:৩৫:০৭

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটায় রাউজান সরকারী কলেজ মাকের্টের নীচ তলায় এম,পি হজ্ব কাফেলার কার্যালয়ে উপস্থিত হয়ে হজ্ব কাফেলার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
২১ জানুয়ারী শনিবার সকালে এমপি হজ্ব কাফেলার উদ্বোধন করা হয়। এমপি হজ্ব কাফেলার উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, এমপি হজ্ব কাফেলার পরিচালক আলী আজগর চৌধুরী, নুরুল আলম।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন কাদেরী সহ আলেম ওলামারা।
রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি হজ্ব কাফেলার উদ্বোধনী অনুষ্টানে বলেন, হ্জ্ব করতে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে শুধুমাত্র খরচের টাকা নিয়ে কোন লাভ না করে পবিত্র মক্কা ও মদিনা শরীফে পাঠানো হবে। সৌদি আরব মক্কা ও মদিনা শরীফ গিয়ে হজ্ব পালন করতে যাওয়া মুসলিমদের সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc