রাউজানে সাধক ইন্দ্র শোক বড়ুয়া ও সাধিকা ছায়া রাণী বড়ুয়া’র স্মরণে আলোচনা ও শিক্ষা সামগ্রী বিতরণ
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০১-২০ ১৭:৪৫:০৫

শফিউল আলম, রাউজানবার্তা:
রাউজানে সাধক ইন্দ্র বড়ুয়া ও সাধিকা ছায়া রাণী বড়ুয়া’র পূণ্য স্মৃতি স্মরণে সমাদর ক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত খ্যাতি পাড়া ফ্রাইডে ধাম্মা স্কুলের ৩য় বার্ষিক শিক্ষা সামগ্রী বিতরণ, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে পূব আধার মানিক খ্যাতি পাড়া মানিক বিহার প্রাঙ্গণে সাধক ইন্দ্রশোক বড়ুয়ার পরিবারবর্গের আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ভদন্ত সুমনবংশ মহাথের। উদ্বোধক ছিলেন খ্যাতি পাড়া সমাদর ক্লাবের সাধারণ সম্পাদক সুলভ বড়ুয়া। খ্যাতি পাড়া সমাদর ক্লাবের সভাপতি কিরণ বড়ুয়ার সভাপতিত্বে ও সঞ্জয় বড়ুয়া মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য এম কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সদস্য রতন বড়ুয়া, খ্যাতি পাড়া ফ্রাইডে ধাম্মা স্কুলের শিক্ষক বিজয় বড়ুয়া, সমাজসেবক মিলন বড়ুয়া, সমাজসেবক মৃণাল বড়ুয়া, অজয় বড়ুয়া, রতন বড়ুয়া, ভুপতি রঞ্জন বড়ুয়া, দীলিপ বড়ুয়া, বাবুন বড়ুয়া, উত্তম বড়ুয়া, বিজয় বড়ুয়া, স্বপন বড়ুয়া প্রমুখ।
পরে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও ভদন্ত সুমনবংশ মহাথেরকে সংবর্ধনা দেয়া হয়।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc