রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০১-১৮ ২০:০৫:১৩

রাউজানবার্তা প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাউজানে মো. সাঈদ আলম (৩৮) নামে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
১৮জানুয়ারি বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি মারা যান। নিহত সাঈদ রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর গ্রামের তালুকদারের বাড়ির প্রযাত ইদ্রিস মিয়ার ছেলে ও এনজিও সংস্থা ইপসা’র কাউখালির এরিয়া ম্যানেজার। তিনি দুই মেয়ে সন্তানের জনক।
জানা যায়, গত ৮ জানুয়ারি (রবিবার) সকাল ৭ টায় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম নগরীর অফিসে যাওয়ার সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উরকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটায় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রায় ১১দিন চিকিৎসাধিন থাকার পর গতকাল বুধবার তিনি মারা যান। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়া সাঈদ আলম মারা গেছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc