রাউজানের শরীফ পাড়ায় সবজি ক্ষেত পরিদর্শনে ফজলে করিম চৌধুরী এমপি
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০১-১৫ ১২:৪৬:৫২

শফিউল আলম, রাউজানবার্তা:
রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের শরীফ পাড়া, হাজী পাড়া, ঢেউয়া পাড়া এলাকায় খাসঁখালী খালের দুপাড়ে ৪০ একর ফসলী জমিতে এলাকার ৪০ জন কৃষক বাধা কপি, ফুল কপি, আলু, শালগম, বেগুন, লাউ, শিম, মরিচ, মুলা, মিষ্টি কুমড়া, লাল শাক, পালং শাক, কচু, পেলেন, সরিষা ক্ষেতের চাষাবাদ করেন। প্রতি বৎসর ৪০একর জমি থেকে কোটি টাকার সবজি উৎপাদন করেন কৃষকেরা ।
১৪ জানুয়ারী শনিবার সকালে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি রাউজানের শরীফ পাড়ায় সব্জি ক্ষেত দেখতে ছুটে আসেন। এসময়ে কৃষকদের আই, পি এম ক্লাব এর নির্মান কাজের ভিত্তিপ্রস্থর প্রধান করেন।
কৃষকদের নিয়ে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী সবজি ক্ষেতের জমিতে নেমে কৃষকদের উৎপাদিত সব্জি হাতে নিয়ে ছবি ধারন করেন।
রেলপথ মন্ত্রনালায় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি কৃষকদের উদ্যোশে বলেন, শরীফ পাড়া হাজী পাড়া সড়কের উন্নয়ন কাজ করে দেওয়া হবে। কৃষকদের সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভারাপ্রাপ্ত নির্বাহী অফিসার রিদুয়ানুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, ব্যবসায়ী কামাল উদ্দিন প্রমুখ ।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc