আজ , রোববার, ২৮ মে ২০২৩

ঢাকায় বাড়ীর সামনে “এই বাড়ীতে শীতের কম্বল বিনামূল্যে দেওয়া হয়” লেখা ব্যানার

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২৩-০১-১০ ২০:৪১:১৫

-প্রেস বিজ্ঞপ্তি

রাজধানী ঢাকার একটি অভিজাত এলাকার বাড়ীর সামনে “এই বাড়ীতে শীতের কম্বল বিনামূল্যে দেওয়া হয়” লেখা একটি ব্যানার দেখা গেছে। ১০ জানুয়ারি মঙ্গলবার খোঁজ নিয়ে জানা যায়, এই শীতের মধ্যে কারো যদি কম্বলের প্রয়োজন হয় তবে সে এই বাড়ীতে আসলে তাকে বিনামূল্যে কম্বল প্রদান করা হয়।

এমন অসাধারণ একটি উদ্যোগের ফলে সাধারণ খেটে-খাওয়া মানুষের অনেক উপকার হচ্ছে। বিশেষ করে যারা রাত জেগে নাইট গার্ডের চাকরি করে, রিকশা চালায় বা রাস্তার ধারে শুয়ে থাকে সেসব মানুষদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গুলশান-১ নাম্বারে অবস্থিত এই বাড়ীটির ঠিকানা বাড়ীর কর্তৃপক্ষ দিতে চান নি। তারা নিজেদের পরিচয় আড়ালে রেখে গোপনে এমন মানবিক কাজ করে যেতে চান।