রাউজানে কার্তুজসহ নগদ টাকা উদ্ধার
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-১১-২৬ ১৮:৩০:৩৬

শফিউল আলম, রাউজানবার্তা :
রাউজান থানা পুলিশের একটি দল পাহাড়তলী ইমাম গাজ্জালী কলেজের সামনে এক আদিবাসী যুবকের দেহ ও ব্যাগ তল্লাশী করে ১৪ রাউণ্ড কার্তুজ ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে।
থানার এসআই অজয় দেব শীল বলেছেন গত ২৪ নভেম্বর রাত ১০টায় গোপন সূত্রে তারা জানতে পারে কাপ্তাই সড়ক পাশে ইমাম গাজ্জালী কলেজের সামনে এক আদিবাসী যুবক কাঁধে ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছে।
সংবাদ পেয়ে সেখানে গিয়ে ওই যুবকের দেহ ও ব্যাগ তল্লাশী করে গায়ের জ্যাকেটের ভিতর পলিথিনে মোড়ানো ১৪ রাউণ্ড কার্তুজ ও ৩০ হাজার টাকা উদ্ধার করে।
জানা যায় আটক পাইথুইচিং মারমা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার গংব্রা মারমার পুত্র। তার নামে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তার ধারণা আটক যুবক পাহাড়ী বিছিন্নতাবাদি সন্ত্রাসী গ্রুপ খুকি চীন ন্যাশনাল ফ্রন্টের সদস্য হতে পারে।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc