রাউজানে চাষাবাদে আগ্রহ বাড়াতে পাকা আমন ধান কেটে দিলেন ফজলে করিম চৌধুরী এমপি
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-১১-২৫ ১৯:৪৬:২৫

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় অনাবাদী ফসলী জমি চাষাবাদের আওতায় আনতে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি কৃষকলীগের নেতা কর্মীদের নিয়ে নানা উদ্যোগ নিয়েছে।
এসব উদ্যোগের মধ্যে কৃষক লীগ নেতাদের সাথে নিয়ে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের শরীফ পাড়া এলাকার কৃষক জাহাঙ্গীর আলমের চাষাবাদের জমিতে পাকা আমন ধান কেটে দিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। কৃষক জাহাঙ্গীর আলমের ৮০ শতক জমির পাকা আমন ধান কেটে দেয়া হয়।
২৫ নভেম্বর শুক্রবার বিকালে পাকা আমন ধান কেটে দেওয়ার সময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কৃষি অফিসার ইমরান হোসাইন, চট্টগ্রাম জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম সাজ্জাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, রাউজান পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এরশাদ, লক্ষীকান্তি দাশ সহ কৃষক লীগের নেতৃবৃন্দরা। কৃষক লীগের এ সহযোগিতা পেয়ে অনেক আনন্দিত কৃষক জাহাঈীর আলম।
রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, রাউজানে এবার ১২ হাজার ২শত ৩২ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো। এখন কৃষকেরা পাকা আমন ধান ঘরে তুলতে ধান কাটা শুরু করেছে। কৃষকেরা ধান ঘরে তোলার পর সরিষা, ভুট্টা,গম ও শীতকালীন সবজি আবাদে প্রস্তুতি নিচ্ছেন।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc