আজ , বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

মরহুম একে এম ফজলুল কবির চৌধুরীর কবর জেয়ারত করলেন কৃষকলীগের নেতৃবৃন্ধ

লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-১১-২৫ ১৫:১০:২৫

শফিউল আলম, রাউজানবার্তাঃ

পুর্ব পাকিস্থান প্রাদেশিক পরিষদের সাবেক বিরাধী দলীয় নেতা, রাউজান সরকারী কলেজ ও গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির প্রতিষ্টাতা, রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভপতি এম ফজলে করিম চৌধুরীর পিতা মরহুম একে এম ফজলুল কবির চৌধুরীর কবর জেয়ারত ও পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে শ্রর্দ্বা নিবেদন করেন কৃষক লীগের নেতৃবৃন্ধ।

২৫ নভেম্বর শুক্রবার সকালে রাউজানের গহিরাস্থ মরহুম একে এম ফজলুল কবির চৌধুরীর কবর জেয়ারত ও পুস্পস্তবক অর্পন কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের নব নিবাচিত সাধারন সম্পাদক সেলিম জাভেদ, রাউজান উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারন সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, রাউজান পৌরসভা কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, কৃষক লীগ নেতা শওকত উদ্দিন চৌধুরী, এম এন নুরুল আবছার, এরশাদ, ওয়াহেদ বাবলু বখতোয়ার, লক্ষীকান্ত চৌধুরী, মিজানুর রহমান, আকবর প্রমুখ।