রাউজানে অস্ত্রসহ আটক-১
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৯-২০ ০০:৫৫:১৮

সাহেদুর রহমান মোরশেদঃ
রাউজানে অস্ত্রসহ একজনকে আটক করেছে রাউজান থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. মানিক(৩৭) একজন অস্ত্র ব্যাবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
১৮ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে আটটায় দিকে পুলিশের হাতে আটককৃত মানিক উপজেলার চিকদাইর ৬নং ওয়ার্ডের নেওয়াজ গাজী বাড়ির মৃত ফোরক আহম্মদের পুত্র।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, রাউজান থানা ওসির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে চিকদাইর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখে সড়কের উপর হতে মো. মানিক নামের অস্ত্র ব্যবসায়ীকে আটক করে দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, কালো রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো দুইটি তাজা কার্তুজ উদ্ধার করি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে ১৯ সেপ্টেম্বর বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc