রাউজানে অস্ত্র গুলিসহ ছয় মামলার আসামী গ্রেপ্তার
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৯-১৪ ০০:৫০:৫১

রাউজানবার্তা প্রতিবেদকঃ
রাউজানে অস্ত্র, গুলিসহ এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটক সিরাজদৌলা প্রকাশ সিরাজ (৫৮) উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মগদাই এলাকার হাজী খলিলের বাড়ির মৃত মহব্বত আলীর ছেলে।
থানা সূত্রে জানাযায় , সোমবার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম গুজরা কারিমুল্লাহর সেনেটারীর দোকানের উত্তর পাশ থেকে পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের এসআই ইলিয়াছ মাহমুদ ও এএসআই মো. হোসেনসহ সঙ্গীয় পুলিশ সিরাজকে আটক করে। এরপর তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
সিরাজ এর বিরুদ্ধে থানায় অস্ত্র, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, জালিয়তি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেসহ ৬টি মামলা রয়েছে।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc