রাউজানে স্বামীর সঙ্গে অভিমান নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা
লেখক : সাহেদুর রহমান মোরশেদ | প্রকাশ: ২০২২-০৮-০৭ ০০:২৮:৪৩

রাউজানবার্তা প্রতিবেদকঃ
রাউজানে স্বামীর সঙ্গে অভিমান করে এক প্রবাসীর স্ত্রী(২৪) (নাম প্রকাশ করা হলনা) সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
৬আগষ্ট শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে হালদা নদীর চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট সেতু থেকে ওই গৃহবধূ ঝাঁপ দেয় নদীতে। ঝাঁপ দেওয়া স্থানের প্রায় ৩০০মিটার দূরে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মইশকরম এলাকায় নিজেই সাতার কেটে নদীর পাড়ে উঠেন তিনি।
ওই গৃহবধু উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের সংযুক্ত আরব আমিরাতের এক প্রবাসীর স্ত্রী। গত ৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছরের একটি মেয়ে ও ২ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
ওই গৃহবধু বলেন, গতরাতে স্বামী ফোন করে তাকে মরে যেতে বলেন। মূলত সে কারণেই সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ছাড়াও তিনি অভিযোগ করেন, তার শাশুড়ি ও স্বামী তাঁকে নির্যাতন করেন। তবে কি কারণে নির্যাতন করতেন সে বিষয়ে কিছু জানাননি তিনি।
রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ জয়নাল আবেদীন বলেন, বর্তমানে গৃহবধূ পুলিশ হেফাজতে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে।
© 2019 - All Rights Reversed raozanbarta24.com
Web Developed By : HostBuzz Inc